রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:২৪ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
শ্রমিকদের যেকোন প্রয়োজনে পাশে আছি,পাশে থাকব, আমরা সবাই শ্রমিক, একজন আরেকজনের বিপদে-আপদে পাশে থাকবো। সকল শ্রমিকদের গাড়ি চালানোর সময় নির্দেশনা মেনে গাড়ি চালাতে হবে।
৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বটতলী মোটর স্টেশনস্হ সংগঠনের কার্যালয়ে লোহাগাড়া আরকান সড়ক মাহিন্দ্রা, জিতু চালক কল্যাণ সমবায় সমিতি(রেজিঃ নং ১৩৮৬৮) এর নব গঠিত কমিটির প্রথম অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি শ্রমিকনেতা, শ্রমিকদের প্রিয় মানুষ মুহাম্মদ এরশাদ।
এসময় নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা সভাপতি-সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে সংগঠনের সভাপতি নব গঠিত কমিটির সকল সদস্যাবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া আরকান সড়ক মাহিন্দ্রা, জিতু চালক কল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি মুুহাম্মদ বেলাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ কায়েস, সহ-সম্পাদক মুহাম্মদ আবদুল শুক্কুর, অর্থ সম্পাদক শাহাব উদ্দিন,সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ মহি উদ্দিন, লাইন সম্পাদক মুুহাম্মদ তারেক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবোলু, প্রচার সম্পাদক মুহাম্মদ আনোয়ার, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ হেলাল, সদস্য মুহাম্মদ দেলোয়ার।
এছাড়াও মাহিন্দ্রা ও জিতুর সকল চালকবৃন্দরা উপস্হিত ছিলেন।