সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১১:২৪ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
সোশ্যাল ইসলামি ব্যাংক গ্রাহকদের সেবায় অনেক এগিয়ে।এই ধারাবাহিকতায় সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড (SIBL) লোহাগাড়া শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে উপজেলা সদরের বটতলী স্টেশনস্হ আইস পার্কের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ ব্যাংক বুথের শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।
ব্যাংকের এটিএম বুথ উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ সরওয়ার কামাল, সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ লোহাগাড়া শাখার এভিপি(ব্যবস্হাপক) মোহাম্মদ হাফিজুর রহমান।
এটিএম বুথ উদ্বোধন শেষে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড অফিসে আগমন করলে ইউএনও আহসান হাবীব জিতু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী ও পিআইও মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়াকে ব্যাংকের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড লোহাগাড়া শাখার ব্যবস্হাপক(এভিপি) মোহাম্মদ হাফিজুর রহমান।
এছাড়াও ব্যাংকের সকল কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
ইউএনও আহসান হাবীব জিতু সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করে বলেন,সোস্যাল ইসলামি ব্যাংক গ্রাহকদের সেবায় অনেক এগিয়ে বলে জানান।