বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৪:০২ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি ) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার ( ২৩ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
উপজেলার ৬ ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন বড়হাতিয়া ইউনিয়নে দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, পুটিবিলা ইউনিয়নে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর হোসেন মানিক ,পদুয়া ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ , চরম্বা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান , কলাউজান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম এ ওয়াহেদ ।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। এবং অন্যান্য প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হবে ৭ ডিসেম্বর।