শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় ৬ইউপি নির্বাচন নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

প্রকাশিত : ৯:৫৯ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ইউপি নির্বাচনে চতুর্থ পর্যায় পদুয়া,চরম্বা,কলাউজান,চুনতি, বড়হাতিয়া,পুটিবিলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২১ সকল পদের প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ মাসুদ রানা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসাইন রোমান খাঁন, পুটিবিলা, চরম্বার রিটার্নিং কর্মকর্তা,উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, বড়হাতিয়া রিটার্নিং কর্মকর্তা,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ খালেকুজ্জামান।

মতবিনিময় সভায় চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান, পুটিবিলা ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান মুুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমা,লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ,সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ, প্রচার-প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম,দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার।

সভায় প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করেন। সেগুলো মনযোগ দিয়ে উপস্হিত সকলে শুনেন ।

সভায় সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এতে কোন সন্দেহ নেই। নির্বাচনী আচরণবিধি মেনে চলুন। শুধু মাত্র হুমকি—ধমকিমূলক আলোচনা করবেননা। যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে তাদের কিন্তু রক্ষা নেই। প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশ নির্বাচন কমিশন সোচ্চার ভূমিকা পালন করবে। মাদক কারবারি. চোরাকারবারি ও যে কোন মামলার আসামি হোক না কেন অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে’। ডিজিটাল বাংলাদেশে প্রত্যেকটা কাজের জবাব দিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ব্যালট পেপারে কোন ধরণের হাত দেওয়া যাবেনা। কোন ধরণের ভোট ডাকাতি করা যাবেনা। সোস্যাল মিডিয়াতে কোনধরণের নির্বাচন কেন্দ্রিক ইস্যু তৈরী করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে। টাকা পয়সা অর্থ আপনাদের পাস করাতে পারবেনা। আপনার এলাকার আপনার জনগণই মুল শক্তি। সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। লোহাগাড়ার মানুষ অনেক শান্তপ্রিয়। আপনারা সুন্দর পরিবেশে ভোট প্রয়োগ করতে পারবেন। কাউকে ছাড় দেওয়া হবেনা।

চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, হুমকি,ভোট কেন্দ্র দখল করা যাবেনা, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে
নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। কেউ নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে ছাড় দেওয়া হবেনা। তাৎক্ষনিক ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেল- জরিমানা হতে পারে। নির্বাচনী এলাকা বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরাপত্তা জোরদার করা হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন চলতি মাসের ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ।

আরো পড়ুন