বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:২৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২২ পালন করা হয়েছে।
৫ নভেম্বর দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা বিআরডিবি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ নুর হোসেন।
অনুষ্ঠানে উজ্জীবন লোহাগাড়া শাখার পরিচালক, বিশিষ্ঠ রাজনীতিবিদ তুষার কান্তি বড়ুয়া,সমবায় অফিসের মহি উদ্দিনসহ উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যাবৃন্দরা উপস্থিত ছিলেন।