রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৪৬ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুল আলীম সিকদার পাড়ায় অাগুন লেগে ৫পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।২৭ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হল যথাক্রমে ওই এলাকার অলি আহমদের পুত্র মকবুল আহমদ, নজির আহমদের পুত্র মোঃ ইউনুচ, মাহবুবুর রহমান, মোঃ ইলিয়াছ, নজরুল ইসলাম। ক্ষতিগ্রস্ত ৫পরিবারের সদস্যরা ঘর থেকে কিছুই বের করতে পারেনি। খোলা আকাশের নিচে তারা এখন বসবাস করছে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ওসমান গনি।তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন লেগে মুহুর্তের মধ্যে ৫ পরিবারের বসতঘর পুড়ে গেছে। মকবুলের দাবি পার্শ্বের বাড়ি ইউনুচের বাড়ির সদস্যরা তাদের আগুন লাগিয়ে দেয়, ইউনুচের পরিবারের দাবী মকবুলের পরিবারের সদস্যরা তাদের বাড়িতে আগুন দেয়তবে স্থানীয়রা কিভাবে, কি কারণে আগুনের সুত্রপাত তা নিশ্চিত করতে পারেনি।লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করেছি। ৫পরিবারের বসতঘর পুড়ে গেছে। আগুনের সুত্রপাত জানা যায়নি। একজন-আরেকজনকে দোষ দিচ্ছে। তারা যদি প্রকৃত ঘটনার জন্য আমাদের কাছে লিখিত অভিযোগ করলে ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।