রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৩২ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৫হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতের নাম মোহাম্মদ জালাল(৩৪)। তিনি কক্সবাজার জেলার মোহাজের পাড়া এলাকার ইউসুফের পুত্র।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ২৫ মার্চ সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জের সামনে চট্টগ্রাম অভিমূখী একটি প্রাইভেট কার থামিয়ে তৈলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত থাকা অবস্থায় ৩৫হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।