বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় ২৫টি স্মার্ট মোবাইল সেট উদ্ধারপূর্বক মালিকের নিকট হস্তান্তর

প্রকাশিত : ৪:৫৬ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ফেব্রুয়ারি মাসে চুরি হয়ে যাওয়া ২৫ টি স্মার্ট মোবাইল সেট উদ্ধারপূর্বক মালিকদের কাছে হস্তান্তর করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।
তথ্য প্রযুক্তির মাধ্যমে ওসি রাশেদুল ইসলামের নেতৃত্বে থানার এএসআই এস.এম রাশেদ উক্ত মোবাইল সেটগুলো বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। থানায় রুজুকৃত জিডি মূলে মোবাইল সেটের মালিকদেরকে গত ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় থানায় ডেকে এনে মোবাইল সেটগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন ওসি রাশেদুল ইসলাম।হারানো মোবাইল সেট ফিরে যাওয়া বান্দরবান কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী জানান,আমার মোবাইলটা ফিরে পাবো কোনদিন আশা করিনি। মোবাইলটা অনেক শখের ছিল। হারিয়ে যাওয়ার পর আইএমই নাম্বার দিয়ে লোহাগাড়া থানায় জিডি দায়ের করি। শখের হারিয়ে যাওয়া মোবাইল সেট ফিরে পেয়ে আমি অনেক খুশী। থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম ও এএসআই এসএম রাশেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ফেব্রুয়ারি মাসে চুরি হয়ে যাওয়া ২৫টির মত স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। আর উদ্ধার টিমে কাজ করেছে এএসআই এসএম রাশেদ। উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই কোন স্মার্ট ফোন চুরি হলে মোবাইলে আইএমই নাম্বার দিয়ে থানায় জিডি করতে পারবেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনাদের মোবাইল সেট আমরা উদ্ধার করতে আমাদের প্রচেষ্ঠা সবসময় অব্যাহত থাকবে।

আরো পড়ুন