শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় ১১০টি পূজা মন্ডপে প্রস্তুত প্রতিমা,পরিদর্শনে প্রশাসন

প্রকাশিত : ১০:০২ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

আগামী ২০ অক্টোবর শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। শারদীয় দুৃর্গাপূজা উদযাপন করতে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় প্রস্তুত হয়েছে প্রতিমা। প্রতিমা তৈরীতে অনেক ব্যস্ত সময় পার করেছেন কারিগররা।

শারদীয় দূূর্গাপুজা কে সামনে রেখে ১৩ অক্টোবর বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপগুলো পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম।

পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশসহ পূজা কমিটির অন্যান্যা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইউএনও শরীফ উল্যাহ জানান, পূজা মন্ডপে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা। প্রত্যেক পূজামন্ডপে রেজিষ্ট্রার রাখতে হবে। উপজেলা প্রশাসন,থানা পুলিশ পূজামণ্ডপে সবসময় পাশে থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন