বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:২৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যাচেষ্টা মামলায় চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, তার ছেলে রেজাউল বাহার রাজা, ভাতিজা এরফানুল হক ইমন ও চুনতি ইউপি’র ৯নং ওয়ার্ডের সদস্য জানে আলম জানুসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ম আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ খাঁন হত্যাচেষ্টা মামলাটির চার্জশিট বিবেচনায় এনে তাদের বিরুদ্ধে সংশিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ৪ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
গত ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিনা সোলতানা জুলি বাদী হয়ে লোহাগাড়া থানায় সিরাজুল ইসলাম সহ ৩২ জনকে আসামী করে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেছিলেন। লোহাগাড়া থানার মামলা নং- ৫৪ (১২) ২১।
বাদী পক্ষের আইনজীবি এডভোকেট আবদুল্লাহ আল নোমান মুঠোফোনে জানান,
সিরাজুল ইসলামসহ ৩২ জনকে আসামী করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিনা সোলতানা জুলি।
মামলাটি দীর্ঘ অনুসন্ধান শেষে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের কর্মকর্তা চুনতি ইউপির সাবেক চেযারম্যান সিরাজুল ইসলাম, ছেলে রেজাউল বাহার রাজা, ভাতিজা এরফানুল হক ইমন ও চুনতি ইউপি’র ৯নং ওয়ার্ডের সদস্য জানে আলম জানুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত ১০ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আবদুল্লাহ খাঁনের আদালত) সিরাজ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে আদালতে প্রেরণ করে।