মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:১০ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় মারছা পরিবহন বাসের ধাক্কায় মো: ইসমাঈল (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর ) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিডওয়ে ইনের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ইসমাঈল বন্দরবান জেলার লামা উপজেলার আজিজনগরের মিশন পাড়ার মো: ইব্রাহিমের ছেলে।
এতে মোটরসাইকেলের থাকা হোসাইন নামে আরও এক আরোহী আহত হয়েছেন। ।
প্রত্যক্ষদর্শী নুরুল আলম রাজা বলেন, চুনতি সীরত মাহফিলে জুমার নামাজ আদায় করতে আজিজ নগর থেকে যাচ্ছিল ইসমাঈল ।
এ সময় পিছন থেকে মারছা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পেছনে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে নিহত যুবকের মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে।
তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।