বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান

প্রকাশিত : ৩:৩৯ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে নিয়ে শপথবাক্য পাঠ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এই শপথ পাঠ করেন।

প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে সম্মিলিতভাবে যে শপথ পাঠ করেছেন সেগুলো হলে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না- দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো।

সারাদেশের ন্যায় একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানের সময় লোহাগাড়া উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,থানা পুলিশ, স্বাস্হ্য বিভাগ,বনবিভাগ,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্হিত ছিলেন।

এ সময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সহ-সভাপতি বাবু নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন,উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ সিকদার,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক,মুহাম্মদ মোসলেম উদ্দিন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু বক্কর, লোহাগাড়া ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম।

এছাড়াও উপজেলা দপ্তরের কর্মরত সকল কর্মকর্তা,বিদ্যালয়ের সকল শিক্ষকগণ,সাংবাদিকবৃন্দরাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন