বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় স্বল্পমূল্যে হত দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত : ৯:০২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সরকার ঘোষিত স্বল্প মূল্যে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।

১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অসিত বরণ তালুকদার, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ,ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ লেয়াকত আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ, ডিলার মুহাম্মদ সেলিম উদ্দিন, পদুয়া ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ নাছির উদ্দিন,যুবলীগ নেতা ইউসুফ কবির উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তামিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলায় সরকার ঘোষিত স্বল্প মূল্যে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা,দারিদ্র মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এসব কর্মসচি পালন করে যাচ্ছেন। হত দরিদ্র পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হচ্ছে। খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধগতির প্রবণতা রোধ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির জানান,জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাম মাত্র মুল্যে হতদরিদ্র পরিবারদের মাঝে এ চাউল দিয়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অসিত বরণ তালুকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র পরিবারকে ন্যায্যামুল্যে চাউল বিতরণ করছেন। সরকার অনুমোদিত ডিলার হিসেবে সরকারি নীতামালা অনুযায়ী যথাযথ ভাবে লোভ লালসার উর্ধ্বে থেকে ১৫ টাকা ধরে প্রতি কেজি চাউল বিক্রয় করে যাচ্ছেন ডিলার মুহাম্মদ সেলিম উদ্দিন।

আরো পড়ুন