বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৪৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
সেবা মিলছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে। সেবা গ্রহীতাদের নানাবিধ কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গেল সপ্তাহখানিক পুর্বে লোহাগাড়ায় নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেছেন আবদুল শুক্কুর। তিনি এর পুর্বে দীর্ঘ ৪বছর কর্ণফুলী উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যোগদানের পর থেকে আনুমানিক ২০০/৩০০ মানুষকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেবা দিয়েছেন বলে জানা যায়। নতুন ভোটার নিবন্ধন, স্থানান্তর, ভুল সংশোধনসহ নানা সেবায় বিড়ম্বনা ছিল। নিয়মিত এ কার্যক্রম বন্ধ থাকায় মানুষকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। আর এসব দিকগুলো মাথায় রেখেই তিনি কার্যক্রম পুরোদমে চালু করেছে।
এরই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে নতুন ভোটার নিবন্ধন, প্রবাসীদের ভোটার করণ, স্থানান্তর, ভুল সংশোধনসহ সকল কাজের সেবা দিতে সেবাদান কার্যক্রম চলমান রয়েছে।যারমধ্যে জাতীয় পরিচয় পত্রের সংশোধনের কার্যক্রম চলমান আছে। সংশোধনের ধরণ অনুসারে ক ক্যাটাগরি লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে, খ ক্যাটাগরি জেলা নির্বাচন অফিসার, গ ক্যাটাগরি আঞ্চলিক নির্বাচন অফিসার এবং ঘ ক্যাটাগরি মহাপরিচালক আগারগাঁও তে নিষ্পত্তি করা হয়। উপজেলা পর্যায়ে হারানো কার্ড, ভোটার স্থানান্তর এবং প্রবাসীদের ভোটার কার্যক্রম চলমান রয়েছে।
সরজমিনে নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, মানুষের ভিড়।লাইনে দাঁড়িয়ে তারা সেবা নিচ্ছেন।হারানো কার্ড, ভোটার স্থানান্তর এবং প্রবাসীদের ভোটারদের কার্যক্রম চালানো হচ্ছে। সেবা গ্রহীতা তাদের সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
কলাউজানের বাসিন্দা আবদুল হাফেজ জানান, তিনি কিছুদিন আগে সংশোধনীর জন্য আবেদন করেছিলেন অল্প সময়ের মধ্যে তিনি ক ক্যাটাগরিতে সেবা পেয়েছেন। তিনি এ সেবা পেয়ে অনেক খুশী।
পুটিবিলার আবদুর রহিম জানান, নতুন জাতীয় পরিচয়পত্র পেতে শুনানির জন্য এসেছি। লাইনে দাঁড়িয়ে কোনো প্রকার হয়রানি ছাড়াই সেবা পেয়েছি।এতে আমি অনেক খুশী।
বড়হাতিয়ার জয়নাব বেগম নামে এক মহিলা জানান, মেসেজ পেয়ে নির্বাচন অফিসে লোকজন ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলার জন্য আসতে বলেন। পরে এখানে এসে হয়রানি বা ভোগান্তি ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলার কাজ সম্পূর্ণ করলাম।
চুনতির বাসিন্দা প্রবাসী কলিম উদ্দিন জানান,আমি নতুন নির্বাচন অফিসার আসার পর অফিসে এসে দেখলাম ওনি অনেক আন্তরিক। কোন ঝামেলা ছাড়াই আমাকে ছবি তুলে দিয়েছে। নির্বাচন অফিসারকে ধন্যবাদ।
আধুনগরের বাসিন্দা শাওন বড়ুয়া জানান, আমার সংশোধনীর একটি জটিলতা ছিল, অল্প সময়ে নির্বাচন অফিসার আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। ওনি এ বিষয়ে অনেক আন্তরিক। নির্বাচন অফিসারকে দ্রুত সেবা দেওয়ার জন্য ধন্যবাদ।
জনগণকে সেবা দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সাধ্য অনুযায়ী আমি ও আমার অফিসের লোকজন সেবা দিয়ে যাচ্ছি।গত সপ্তাহখানিক পুর্বে যোগদানের পর থেকে আনুমানিক ২০০/৩০০ মানুষকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেবা দিয়েছি। সাধারণ মানুষকে সেবা দিতে এসেছি। কোন রোহিঙ্গাদের ভোটার করা যাবেনা। এদেশের নাগরিকরা ভোটার হতে পারবে। যোগ্য ভোটাররাই ভোটার হতে পারবে। এখন প্রবাসীরা ভোটার হতে পারবেন। নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে নতুন ভোটারদের নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ কমিটির অনুমোদন সাপেক্ষে বিধি বিধান রয়েছে। সেগুলো মেনে বিশেষ কমিটিতে আলোচনা করে তাদেরকে ভোটার করা হবে। আমরা এখন প্রবাসী ভোটারদের প্রাধান্য দিচ্ছি। অন্যান্যা সব ধরণের সেবা কার্যক্রম আপনারা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন বলেও তিনি জানান।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, যোগ্য ভোটাররা ভোটার হতে পারবেন। কোন রোহিঙ্গা কে ভোটার করা যাবেনা। নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর লোহাগাড়ায় যোগদানের পর সেবার কার্যক্রম বৃদ্ধি করেছে। তিনি মানুষকে সুন্দরভাবে সেবা দিচ্ছেন সেটা তার কর্মের মাধ্যমে দেখতে পাচ্ছি। আশা করছি তার কাছ থেকে লোহাগাড়ার মানুষ যথাযথ ভাবে সেবা পাবেন।