বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:২১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া সদরের ৬ নং ওয়ার্ডের সুখছড়ি কুল গ্রামে চর্দার নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৪ অক্টোবর রাত ৮টার দিকে সুখছড়ি আদম পুকুর জামে মসজিদের মাঠ এ নির্বাচন সম্পন্ন হয়। সেখানে সকলের সম্মতিক্রমে মরহুম আবদুল হাকিমের পুত্র মোঃ ইউনুচকে সর্দার নির্বাচিত করা হয়।
কোরআন তেলোয়াতের মাধ্যমে চর্দার নির্বাচনী অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রাখেন মাওলানা মাইনউদ্দীন।
ব্যবসায়ী শামসুল আলম কোম্পানি সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ ফেরদৌস কোম্পানি,বি.বি.সি ব্রিক ফিল্ডের ম্যানেজার মোহাম্মদ আজিজ,মাওলানা নুরুল কবির গ্রাম,আদমের পুকুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইসমাইল,অর্থ সম্পাদক নাইমুল ইসলাম রুবেল,সুখছুড়ি কুল সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আমিন,অর্থ সম্পাদক মোহাম্মদ রুবেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক হানিফ মোহাম্মদ নোমান প্রমুখ।
নব নির্বাচিত সর্দার মোহাম্মদ ইউনুস বলেছেন, আমি সবসময় সমাজের মানুষের সুখ দুঃখে পাশে থাকবো,গরিব অসহায় মানুষের জন্য কাজ করবো,সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে চেষ্টা করবো,আমি গ্রামের সকল শ্রেণির মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সর্দার নির্বাচিত করার জন্য।
এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় চর্দার ছিলোনা,সমাজ পরিচালনা এবং সমাজ সুন্দর শৃঙ্খল রাখতে একজন চর্দার প্রয়োজন ছিলো। তাই আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সর্দার নির্বাচন করতে সক্ষম হয়েছি।
সভায় সুখছড়িকুল গ্রামের সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।নব নির্বাচিত সর্দার মোঃ ইউনুচ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।