সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১:২১ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক বনায়নের ৪৬জন উপকারভোগীদের মাঝে মোট ২৬ লক্ষ ৩৬ হাজার ৯০১ টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।
১৬ জানুয়ারী বেলা ৩টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ পদুয়া রেঞ্জের আয়োজনে বনরেঞ্জ প্রাঙ্গণে এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় পদুয়া সহকারী বন সংরক্ষক এটিএম আজহারুল ইসলাম,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ বলেছেন, গাছ বেশি লাগালে শুধু দেশ নয় সারা পৃথিবী উপকৃত হবে। যত বেশি গাছ লাগাবো ততো বেশি দেশ ভাল থাকবে। তাই সামাজিক বনায়নে অংশ গ্রহন করে বনের সাথে এক হয়ে কাজ করতে উপস্থিত উপকারভোগীদের আহ্বান জানান। পরিবেশকে বাঁচান,মানুষকে বাঁচান।সামাজিক বনায়নের মাধ্যমে লভ্যাংশ দেওয়া হয়েছে এটা বর্তমান সরকারের অনন্য সাফল্যে বলেও তিনি জানান।
বিতরণ অনুষ্ঠানে বড়দুয়ারা বনবিট কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম,ডলুবিট কর্মকর্তা মুহাম্মদ রাহুল মুনতাসির সহ বনবিভাগের কর্মীরা উপস্হিত ছিলেন।