রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত এক নারী আসামি আটক

প্রকাশিত : ১:১০ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত এক নারী আসামীকে আটক করেছে থানা পুলিশ।

আটক নারী আসামীর নাম খতিজা বেগম(৬০)। সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব তাঁতীপাড়া আলী হোসেনের মেয়ে বাদশা মিয়ার (তালাকপ্রাপ্ত) স্ত্রী।

গতকাল রাতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এএসআই(নিঃ) মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পুটিবিলা তাঁতী পাড়া এলাকা হতে তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করেন।

ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, খতিজা বেগম সাজাপ্রাপ্ত আসামী। লোহাগাড়া থানার মামলা নং-২৬(৭)২০১৩, জিআর নং-১৭৯/১৩, ধারা-৩০২ পেনাল কোড এর যাবৎ জীবন সাজা প্রাপ্ত ও ২০,০০০/-অর্থ দন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী। তাকে আটকের পর কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন