বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:০৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামুলক প্রতিষ্ঠান লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ২০তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫মার্চ শুক্রবার সকালে হাসপাতালের নতুন নির্মানাধীন ভবন প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,বিশ্ববরেণ্যে আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেএম সাদেকের সভাপতিত্বে হাসপাতালের নির্বাহী পরিচালক ব্যবসায়ী মুহাম্মদ ইসমাঈলের সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, লোহাগাড়ার গর্বিত সন্তান ডাঃ মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ এয়াকুব।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক ডাঃ ছেহেলী নারগিছ,হাসপাতালের পরিচালক মুুহাম্মদ ফজলুল হক আজাদ,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বাবু বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ম্যানেজার মুহাম্মদ সাহাব উদ্দিনসহ হাসপাতালের সকল কর্মরত চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ ও সকল পরিচালক বৃন্দরা উপস্হিত ছিলেন।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল একটি উন্নতমানের হাসপাতালে হিসেবে লোহাগাড়ার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আগামীতে আরও এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,বিশ্ববরেণ্যে আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
হাসপাতালের যেকোন সময়ে পাশে থাকবেন বলেও তিনি জানান।