শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় সমবায় সমিতির উপকারভোগী সমবায়ীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রকাশিত : ৬:৩৩ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত প্রাথমিক সমবায় সমিতির উপকারভোগী সমবায়ীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর দুপুরে উপজেলা পল্লী বোর্ডের আয়োজনে উপজেলা বিআরডিবির হল রুমে এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মুহাম্মদ মোরশেদ আলম।

সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ নাছির উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মুহাম্মদ মোরশেদ আলম বলেছেন, সমিতির কার্যক্রমকে দৃশ্যমান করতে হবে। ঋণ নিয়ে কাজে লাগাতে হবে। সফলতা আসবে। ক্ষুদ্র ঋণ নিয়ে গরু, হাস-মুরগী লালন পালন করলে আপনাদের দিন বদলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের উন্নয়নয়ে সবসময় কাজ করে যাচ্ছেন। আপনাদের ঋণ নিতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

আরো পড়ুন