বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:৩৪ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা সদর মৌজার জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে ২ ডিসেম্বর শ্রমিকনেতা নুরুল হক নুনুর নেতৃত্বে একটি দল জোরপূর্বক জায়গা দখল করতে আসে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের কত্রী শামশুন্নাহার। তিনি লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ী গোল মোহাম্মদ পাড়ার মো. আজিজ উদ্দীনের স্ত্রী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবারের মো. আসিব, রাশেদা বেগম ও নাজরীন আক্তার সোনিয়া।
লিখিত বক্তব্যে বলা হয়, মো. আজিজ উদ্দীনের খরিদা লোহাগাড়া মৌজার বিএস নামজারী খতিয়ানের ২৬ শতক জায়গা খরিদ করে দীর্ঘদিন থেকে ভোগদখলে আছেন। উক্ত মো. আজিজ উদ্দীন বর্তমানে কাতারে অবস্থান করছেন। প্রতিপক্ষরা উক্ত জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার জন্য বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ শুরু করেন। এ ব্যাপারে ১ ডিসেম্বর লোহাগাড়া থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রতিপক্ষরা যে কোন সময় জোরপূর্বক জায়গা দখলসহ অঘটন ঘটাতে পারে। শান্তিশৃঙ্খলা ভঙ্গসহ ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতার আশংকা প্রকাশ করছে। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
অপরদিকে, অভিযুক্ত শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু জানান, সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ সঠিক নয়, ষড়ষন্ত্রমূলক, ভিত্তিহীন । প্রকৃত মালিক থেকে তিনি ৪গন্ডা জায়গা ক্রয়ের জন্য বায়নানামা করেছেন। উক্ত বায়নানামামূলে জায়গায় বাউন্ডারীওয়াল নির্মাণ কাজ শুরু করেন। এখানে আজিজের কোন জায়গায় কোন প্রকার কাজ করা হয়নি।