শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১:২৯ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া শাহ জব্বারিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও নুরানি কোর্স ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর শনিবার সকালে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি,লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা শিল্পপতি মোঃ শাহাব উদ্দিন চৌধুরী।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবদুল শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুখছড়ি খালেকিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরমান উল্যাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আবদুল মালেক, দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ নেছার আহমদ,কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, সৌদি প্রবাসী আবদুল শরীফ, সৌদি প্রবাসি আহমদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা শিল্পপতি ও দানবীর মোঃ শাহাব উদ্দিন চৌধুরী বলেছেন, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার বিকল্প নেই। প্রকৃত মানুষ হিসেবে শিক্ষার্থীদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি মা`দের ভূমিকা রয়েছে। সন্তানেরা মাদ্রাসা থেকে বাড়িতে গিয়ে কি করছে,ঠিকভাবে পড়াশুনা করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। ছেলেমেয়েকে এ মাদ্রাসায় পড়ালেখা করার জন্য,দ্বীনি শিক্ষা অর্জন করতে সুযোগ পাবে। আমাদের দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান মহান নেয়ামত কে জাগিয়ে রাখতে হবে। এ প্রতিষ্ঠানের জন্য অতীতের মত ভবিষ্যতেও সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সমাবেশে মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যাবৃন্দ, সকল অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন জিহাদী।