রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২২ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত : ১:৩৪ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান,উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা খাদ্য অফিসার মুুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আকরাম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মুহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভলপমেন্ট ফেসিলিটেটর আবু সাঈদ রানা,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুুহাম্মদ মোসলেহ উদ্দিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার(সিএস) মোঃ দিদারুল আলম ও লোহাগাড়া ডিজিটাল সেন্টারের পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম।

সভায় বক্তারা জানান,এবার আর আক্ষেপ নয়, পেছনে তাকানো নয়; এখন সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণ করতে আসা সাধারণ মানুষ স্বপ্ন দেখছেন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের। বাংলাদেশ যে পথে হাঁটছে সময়ের ব্যবধানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। দীর্ঘদিন রাজনৈতিক রাষ্ট্রীয় বাধা ছিল। এখন সে বাধা দূর হয়েছে। দেশের প্রতি ত্যাগের মাধ্যমেই বড় হওয়া যায়, এটাই বুদ্ধিজীবীরা শিখিয়ে গেছেন।১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের কৃতী সন্তানদের হত্যা করে। তারপর থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।তাই নতুন প্রজন্মদেরকে বুদ্ধিজীবি দিবসের সঠিক ইতিহাস এবং বিজয় দিবসের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে।

আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন