বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:০৩ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ শত বছরের পুরোনো চলাচলের রাস্তা দখল করে পাকা বাড়ী নির্মাণ করছে এক পরিবার।
এ ব্যাপারে কর্মকার পাড়ার বিনোদ কর্মকার,সুমন কর্মকার,ননা কর্মকারসহ ১০জন বাদী হয়ে এলাকার মৃত সুধাংশু কর্মকারের পুত্র সুভাষ কর্মকারকে বিবাদী করে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, শতবছরের পুরোনো চলাচলের রাস্তা কর্মকার পাড়া সড়ক। এ সড়ক দিয়ে ৪`শতাধিক মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। সড়কটি ৪মাস পুর্বে সরকারী ভাবে একটি বরাদ্দের মাধ্যমে ব্রিক সলিং দ্বারা নির্মাণ করা হয়। কিন্তু গেল কিছুদিন ধরে ওই এলাকার সুধাংশু কর্মকারের পুত্র সুভাষ কর্মকার জোরপুর্বক প্রভাব কাটিয়ে সাধারণ মানুষের চলাচলের জায়গায় পাকা বাড়ী নির্মাণ করছে। বিশেষ করে সড়কের মাঝখানে এসে সানসিটও দখল করে রেখেছে।
এ ব্যাপারে এলাকার বাসিন্দা শিক্ষক শংকর কর্মকার জানান, আমাদের এলাকা ঘনবসতি। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। কিন্তু সুভাষ কর্মকার জোর করে শত বছরের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছে। এমনকি তার বাড়ির সিঁড়ির সানসিট রাস্তার মাঝখানে এসে নির্মাণ করছে। সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্টু বিচারের জোর দাবী জানাচ্ছি।
অন্যদিকে, অভিযুক্ত সুভাষ কর্মকার জানান, আমার জায়গাতে আমি বাড়ি নির্মাণ করছি। বিচার শালিসের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে পরিমাপ নির্ণয় করে দেন। রাস্তার মাঝখানে এসে সিঁড়ির সানসিট নির্মাণ করছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তায় যদি সানসিট ডুকলে এলাকাবাসী ও মেম্বারের সাথে কথা বলবো।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শরীফ উল্যাহ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।