বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযানে ডাঃ মোহাম্মদ হানিফ

প্রকাশিত : ৫:২০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

২৮ মে শনিবার সকালে উপজেলার পদুয়া ঠাকুরদিঘী বাজারে আবদুল আজিজের মালিকানাধীন মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, পদুয়া তেওয়ারীহাট বাজারে মুহাম্মদ ফারুকের মালিকানাধীন নিউ ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করে কোন ধরণের বৈধ কাগজপত্র না থাকার কারণে এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

এসময় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ সুমন চৌধুরী ও উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী সাথে ছিলেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেন, লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় ৮টির মত ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া কোন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবেনা।পদুয়া বাজার ও ঠাকুরদীঘি বাজারে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। পর্যায়ক্রমে সব অবৈধ হাসপাতালে অভিযান পরিচালনা করা হবে।এসময় তিনি লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য নির্দেশ প্রদান করেন।

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায় , লোহাগাড়া উপজেলায় মোট ৮টি লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, শাহ আমানত ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস কিউর ল্যাব, সেবা মেডিকেল সেন্টার, গ্রামীণ প্যাথলজি সেন্টার, একুশে ল্যাব, সেবা মেডিকেল সেন্টার এবং এশিয়া ল্যাব।

আরো পড়ুন