রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় র‌্যাবের হাতে দুজন আটক, ৫ টি ওয়ান শুটারগান ও ৪৬৪০পিস ইয়াবা জব্দ

প্রকাশিত : ১:৩০ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পদুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মেহের আলী আলী মুন্সীর পাড়া সংলগ্ন( বেইন্যা বিটা) এলাকায় অভিয়ান চালিয়ে রিয়াদ(২৫) ও ইকবাল(২৭) নামের ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

এসময় তাদের কাছ থেকে ৫ টি ওয়ান শুটারগান ও ৪৬৪০পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত রিয়াদ ওই এলাকার কৃষক মোজাফ্ফরের ছেলে এবং ইকবাল পদুয়ার ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুর মুহাম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর একটি টিম তাদের আটকের পর লোহাগাড়া থানায় হস্তান্তর করেন।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, র‌্যাব-৭ এর একটি টিম গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পদুয়ার মেহের আলী আলী মুন্সীর পাড়া সংলগ্ন( বেইন্যা বিটা) এলাকায় অভিয়ান চালিয়ে রিয়াদের কাছ থেকে
৫ টি ওয়ান শুটারগান এবং একই এলাকার ইকবালের কাছ থেকে ৪৬৪০পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন