রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মোস্তফা বেগম গালর্স হাই স্কুলে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত : ১২:৫৪ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গালর্স হাই স্কুল এন্ড কলেজে গুনীজন, শিক্ষাবান্ধব কর্মকর্তা, এসএসসি পরীক্ষার্থীদের এ প্লাস শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর বিকেলে মোস্তফা বেগম গালর্স স্কুলের মাঠে এ সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তফা বেগম গালর্স হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মুুহাম্মদ আবু বক্বর,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, এমএইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুর, শিক্ষাবিদ মাহমুদুর রহমান, শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক গোলাম রসুল, সমাজসেবক নাজমুল হক, লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার, মোস্তফা গ্রুপের ম্যানেজার মুহাম্মদ আবদুস সালাম।

অনুষ্ঠান শেষে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিবৃন্দদেরকেও সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক,জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সকল শিক্ষার্থী ও অভিভাবক-অভিভাবিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন