বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত : ৬:০২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

 

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ১টি এফজেড মডেলের মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

১ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা সঙ্গীয় এসআই নুরুননবী, এসআই শরিফুল ইসলাম, এএসআই মোঃ আলমগীর এবং ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন উত্তর আমিরাবাদ মুহুরীপাড়ার কামাল উদ্দিনের পুত্র আসিফুল ইসলাম (২২), আমিরাবাদ রাজঘাটা হাজারবিঘার পাখি ড্রাইভারের ভিটার মোঃ সাহাব উদ্দিনের পুত্র মোঃ বেলাল উদ্দিন (২৪), আমিরাবাদ রাজঘাটাস্থ নোমান মিয়ার কলোনির ভাড়াটিয়া ও লোহাগাড়া সদর জোনাবির পাড়ার স্থায়ী বাসিন্দা মোঃ ইসমাইলের পুত্র মোঃ মিজান (২৪)।

 

এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে ধৃত আসামীদরে দেয়া তথ্যমতে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের একটি এফজেড-৫ মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা (নং-৪) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন