বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মে দিবসে বর্ণ্যাঢ্য র‌্যালি, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ৬:৩৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মে দিবস-২৩ পালিত হয়েছে।

১ মে (সোমবার) দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ব্যানারে বর্ণ্যাঢ্য র‌্যালি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে শ্রমজীবি মানুষেরা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা লোহাগাড়ার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

চটগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগ সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো রফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আরকান সড়ক শ্রমিক ইউনিয়ন নেতা ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল কবির সেলিম, বড়হাতিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির,যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকি, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরফানুর রহমান সুমন, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল হাকিম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মো আলী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন চৌধুরী জনি, যুগ্নসাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন সিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হামিম হোসেন রবিন, মো : রিয়াদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো ইরফান, চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হুমায়ুন রশীদ, আধুনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক রুবেল, চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো ইকবাল,আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন, পুটিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল উদ্দিন, মো মিনহাজ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সহ-সম্পাদক
রিদুয়ানুল হক জুয়েল সহ লোহাগাড়া উপজেলা মোটরচালক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

আরো পড়ুন