রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা, মিলাদ মাহফিল 

প্রকাশিত : ১:১৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২২ উপলক্ষে অালোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ সিকদার।

সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

সভায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবদুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক(কোষাধ্যক্ষ) বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদারসহ সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেছেন, ১৫ই আগষ্ট ছিল বাঙ্গালী জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। পাকিস্তানি দূসরদের হাতে সেই ভয়াল রাতে বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করা হয়।জাতির পিতার নির্দেশে এদেশ স্বাধীনতা অর্জন করেছে। জাতির পিতার স্বপ্ন ছিল একটি ক্ষুধা,দারিদ্রমুক্ত ও উন্নয়শীল দেশ হবে। কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেননি। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী টানেল নির্মাণ করা হচ্ছে।কিন্তু একটি কুচক্রীমহল সরকারকে বেকায়দায় ফেলার জন্য উঠে পড়ে লেগেছে।আওয়ামীলীগের কর্মী ও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবেনা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্বাচিত হবে বলেও বক্তারা জানান।

সভা শেষে বক্তারা ১৫ আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।

আরো পড়ুন