বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন পল্লী বিদ্যুৎ ইলেক্ট্রিশিয়ান সেলিম

প্রকাশিত : ৫:৫৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

চট্টগ্রামের লোহাগাড়া পল্লী বিদ্যুৎ এর ইলেক্ট্রিশিয়ান সেলিমও তার হেলপার কায়সারের দুর্নীতির খতিয়ান (১) শিরোনামে গত রবিবার, ৬ নভেম্বর অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি মিথ্যা ও ভিত্তিহীন নিউজ  প্রকাশিত হয়। নিউজে উল্লেখ করা হয়েছে, লোহাগাড়া জোনাল অফিসের ইলেক্ট্রিশিয়ান  কিছু দিন পূর্বে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল,সিকদার পাড়া, মোহাম্মদ ফরিদের বাড়িতে অবৈধ বিদ্যুৎ লাইন স্হানান্তর এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন সেলিম। নিউজে উল্লেখ করা হয় অফিসের আওতায় সর্ব অবৈধ কাজের সাথে এই দুইজন ব্যক্তি জড়িত। ইলেক্ট্রিশিয়ান সেলিম তার হেলপার দিয়ে অবৈধ কাজ সংগ্রহ করায় সেলিম জানান কিন্তু এটাও মিথ্যা বানোয়াট, শুধু একজন মানুষকে হেয় করার জন্যই আক্রোশবশতঃ উদ্দেশ্য প্রনোদিত হয়ে এটা লেখা হয়।
আর সেলিমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে বলে নিউজে উল্লেখ করা হয়। অথচ এ ধরনের কোন অভিযোগ নাই বলেও তিনি উল্লেখ করেন।মানুষ হয়রানি বা গ্রাহক ফরিদের কাছ থেকে নেওয়া টাকার ব্যাপারে সেলিমর  কোন যোগসাজস নাই বলে উল্লেখ করেন। লিখিত বক্তব্যে ইলিকট্রিশিয়ান সেলিম উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
এ ব্যাপারে লোহাগাড়া জোনাল অফিস একটি তদন্ত টীম গঠন করে তদন্ত করে এবং পটিয়া সদর দপ্তর অফিসের আরো ১টি টীম গোপনে ও প্রকাশ্যে  পূনঃ তদন্ত করে কিন্তু ২ তদন্তেই অভিযোগ বিষয়ে সেলিমের সম্পৃক্ততা মেলেনি। অভিযোগ বিষয়ে লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে  তিনি জানান অভিযোগ  বিষয়ে আমাদের তদন্তে সেলিমের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে পটিয়া অফিসও তদন্ত করছে। পটিয়া অফিসের তদন্ত টীমের  ডিজিএম ( কারিগরি) প্রকৌশলী মোঃ আমজাদ হোসেনকে মোবাইলে তদন্ত বিষয়ে জনতে চাইলে তিনি বলেন এটি তদন্তাধীন আছে আমরা বিষয়টি দেখছি#

আরো পড়ুন