বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মায়ের সাথে অভিমান করে বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : ৫:৫৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিরবিলা জোড়পুকুর পাড় উত্তর পাড়ায় মায়ের সাথে অভিমান করে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।নিহত শিক্ষার্থীর নাম তাসমিন আকতার(১৭)।সে ওই এলাকার মৃত আবুল হাসেমের কন্যা। বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।স্থানীয় ইউপি সদস্য মোঃ ওসমান গনি জানান,শনিবার রাত ৯টার দিকে তাসমিনের সাথে তার মায়ের কথাকাটাকাটি হয়। পরক্ষণে সবাই ঘুমিয়ে পড়ে। রাত ১১টার দিকে মায়ের সাথে অভিমান করে ক্ষেতে দেওয়ার জন্য রক্ষিত প্লাস্টিকের বোতলে বিষ পান করে। তাসমিনের চিৎকার করতে দেখে বাড়ির সবাই দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে চমেকে নেওয়ার পথে ঘটনার দিন রাত ১২টার দিকে সে প্রান হারায়।লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,বিষপানে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসআই সামশুদ্দৌহাকে পাঠিয়েছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন