রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৪৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি খাবারসমূহ সংরক্ষণের অপরাধে মালাইকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে হোটেল শাহী মজিদিয়াকে ৩হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
৩১ মে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
এসময় লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক ও আনসান বাহিনীর সদস্যরা উপস্হিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি খাবারসমূহ সংরক্ষণের অপরাধে মালাইকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে হোটেল শাহী মজিদিয়াকে ৩হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।এসময় তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।