রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৩৯ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার, দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদরে বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক সেবনকারিকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতের নাম মিনহাজুল আবেদিন নান্নু।সে উপজেলার আমিরাবাদের মাস্টার হাট এলাকার আজিজুর রহমানের পুত্র।গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে।ওসি জানান, মাদক সেবনকারি,মাদক বিক্রেতা সমান অপরাধী। মঙ্গলবার গভীর রাতে বটতলী স্টেশন থেকে মাদক সেবন করা অবস্থায় মিনহাজ নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক সেবনকারি,মাদক কারবারি কাউকে ছাড় দেওয়া হবেনা। আটককৃত মাদক সেবনকারিকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।