শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় মাটি ও পাহাড় কাটা বন্ধে “বাস্তবায়ন কমিটি ও মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত“

প্রকাশিত : ৯:২০ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পাহাড় কাটা ও মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।তারই ধারাবাহিকতায় লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় মাটি, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাখ লাখ টাকা অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে লোহাগাড়ায় মাটি ও পাহাড়ের বিরুদ্ধে প্রতিরোধ কল্পে জরুরি সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।সভায় লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক আফজাল হোসেন,লোহাগাড়া উপজেলা কৃষি অফিমার কাজি শফিউল ইসলাম,সহকারি বনসংরক্ষক চট্টগ্রাম দক্ষিণের মোঃ দেলোয়ার হোসেন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, ইউপির সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকগণ,উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারি ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, মাটি, বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর অবস্থানে। আমরা প্রতিদিন মাটির টপসয়েল কাটার দায়ে, পাহাড় কাটার দায়ে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছি। মাটি ও পাহাড়ের বিরুদ্ধে প্রতিরোধ কল্পে লোহাগাড়ায় বাস্তবায়ন কমিটি ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মাটি, পাহাড় কাটার সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।

আরো পড়ুন