বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় মাওলানা মৎস্য খামার পরিদর্শনে সচিব সেলিম উদ্দিন

প্রকাশিত : ৪:১৫ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গজালিয়া দিঘীর পাড় এলাকার নতুন পাড়ায় মাওলানা মৎস্য খামার পরিদর্শনে এসেছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন।২২ ফেব্রুয়ারি সকালে তিনি এ মৎস্য খামার পরিদর্শন করেন।একইদিন পরিদর্শন শেষে খামারীদের,সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন।এ সময় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের এফএ ইয়াব মাহবুব মুছা,পুটিবিলা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, মাওলানা মৎস্য খামারের মালিক মোঃ মফিজুর রহমান,সাদেকুল মাওলা ও স্থানীয় চাষি ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট মৎস্য খাত গড়ে তোলা। স্মার্ট মৎস্য খাতে উৎপাদন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির প্রক্রিয়ায় স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাত থেকে সর্বোচ্চ অবদান রাখার লক্ষ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে।
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন এবং দেশে ও বিদেশে সরবরাহের জন্য সরকার দেশে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার তৈরি করেছে। শুধু মাছ উৎপাদন নয়, বরং স্বাস্থ্যসম্মত ও খাবার উপযোগী নিরাপদ মাছ উৎপাদন সরকারের লক্ষ্য। আগে আমাদের লক্ষ্য ছিল মাছের উৎপাদন বৃদ্ধি। এখন আমাদের লক্ষ্য দেশে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

আরো পড়ুন