বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৫১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক ও সড়কে শৃঙ্খলা রক্ষা ও সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া সদরের চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিব চন্দ্র সরকার, লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন, লোহাগাড়া প্রশাসনিক কর্মকর্তা(এও) মোসলেহ উদ্দিন,লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট আল আমিন, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, আধুনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু , চুনতি ইউপির প্যানেল চেয়ারম্যান এনতেজার হোসেন।
সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপজেলা জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।