বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মহাসড়কে ত্রি-হুইলার চলাচল করার দায়ে ১১জনকে জরিমানা

প্রকাশিত : ২:১৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের তেওয়ারী হাট এলাকায় ত্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বে সরকারী নির্দেশনা অমান্য করে ত্রি-হুইলার চলাচল করার দায়ে ১১জনকে মোট ৯ হাজার ৫০০টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

১২ জানুয়ারী বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীহাট বাজারে মহাসড়কে ত্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে সিএনজি চলাচল করছিল। নিষেধাজ্ঞা অমান্য করে ত্রি-হুইলার চলাচলের অপরাধে মোট ১১ জনকে ৯ হাজার ৫০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন