বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত : ৮:৪২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে বলেন, ‘এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।’ এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

চট্টগ্রামের লোহাগাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটির প্রথম ভোরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা স্বাস্হ্য বিভাগ, পদুয়া বনবিভাগ, আনসার বাহিনী,পল্লী বিদ্যুৎ বিভাগ, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে একই দিন সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়ানো,সস্রদ্ধ সালাম, অালোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, নারীনেত্রী ও সমাজসেবী রিজিয়া রেজা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার।

শিক্ষক দেবাশীষ আচার্য্য, শিক্ষিকা প্রীতি দাশ ও শিক্ষিকা লায়লা বিলকিসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ইউএনও মোঃ আহসান হাবিব জিতুর সহধর্মিণী রওশনা শারমিন রথি, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসাইন রোমান খাঁন,লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা সমবায় কর্মকর্তা নুর হোসেন,
লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুুহাম্মদ জহির উদ্দিন,
লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক,সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মোসলিম উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন,
দপ্তর সম্পাদক রায়হান সিকদার,প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ উপস্হিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ , চেয়ারম্যানগণ,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন,শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন