বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৪:৪৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। চট্টগ্রামের লোহাগাড়ায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ৬টার দিকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে।
একই দিন সকাল ৯ টার দিকে লোহাগাড়া শাহপীর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ,সালাম প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী,উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন রোমান খাঁন,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য অফিসার মুুহাম্মদ আবদুর রাজ্জাক,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আকরাম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার নুর হোসেন, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মুহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভলপমেন্ট ফেসিলিটেটর আবু সাঈদ রানা,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুুহাম্মদ মোসলেহ উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুখছড়ি মৌলভী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি কণা দাশ, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ আচার্য্য।
আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।