মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৪৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সোমবার(৪ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ কাঁচা বাজারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রির দায়ে ২৪ রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা এবং রশিদ ছাড়া কলা বিক্রির দায়ে বায়তুশ শরফ আড়তদারকে ১ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া কলা, শঁসা, তরমুজ ও ডিম বিক্রেতাসহ সকল দোকানীকে মূল্য তালিকা প্রদর্শনসহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।