বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৫৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় বিভিন্ন অপরাধে ১১টি মামলায় ৬হাজার ৬০০টাকা জরিমানা প্রদান করা হয়।
২৯ জুন(বুধবার) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ তেজেন্দ্র লালসহ আনসার বাহিনীর সদস্যরা সাথে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান,
উপজেলার বটতলী স্টেশন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন,২০১৮ অনুযায়ী ১০ জন মোটরসাইকেল আরোহীকে ১০ টি মামলায় ৪হাজার ৬০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ টি মামলায় ২ হাজার টাকাসহ মোট ১১টি মামলায় ৬হাজার ৬০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।