বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ৫টি মামলায় ৪৩ হাজার ৫০০টাকা জরিমানা

প্রকাশিত : ৮:৫৩ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও আধুনগর বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫ টি মামলায় মোট তেতাল্লিশ হাজার পাচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

৫ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্হিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান, পবিত্র মাহে রমদান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই অংশ হিসেবে দ্রব্যমুল্যের দাম বেশী রাখার দায়ে ৫টি মামলায় মোট ৪৩হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয় এবং তরমুজ বিক্রেতা,চাউল বিক্রেতা,শশা বিক্রেতা সহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন সহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন