বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৫৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ভূমি সেবা সপ্তাহ-২২ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত এ সেবা কার্যক্রম চলবে বলে জানা গেছে।
১৯ মে সকালে ভূমি সেবা সপ্তাহ-২২ এর উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক , লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
এসময় উপজেলা ভূমি অফিসের কানুনগো` মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, নাজির সমির চৌধুরী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, পদুয়া ইউনিয়ন ও চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, আধুনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, উপজেলা ভূমি অফিসের রুমি দাশ, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের মহসিন লিটনসহ ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেছেন, বর্তমান সরকার ভূমি সেবা খাতে ব্যাপক উন্নয়ন করেছে।মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সাধারণ মানুষরা এখন ভূমি সেবা পাচ্ছে। ভূমি সংক্রান্ত সাধারণ জনগণকে কোন ভাবেই হয়রানী করা যাবেনা। সকলকে সঠিকভাবে ভূমি সেবা প্রদান করতে উপজেলা এসিল্যান্ডকে অনুরোধ জানান।