রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন

প্রকাশিত : ১১:৫৭ পূর্বাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

সারাদেশে একযোগে ভূমি ভবন উপজেলা, ইউনিয়ন ভূমি অফিস ভবন অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক এর ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশের ন্যায় ৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নতুন ভূমি অফিস, পদুয়া ইউনিয়ন ভূমি অফিস ও আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

লোহাগাড়া উপজেলা নতুন অফিস উদ্বোধনকালে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার , আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মুহাম্মদ মোছলেহ উদ্দিন, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, সার্ভেয়ার শিশির স্বপন চাকমা , পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী শরফুদ্দিন খাঁন সাদি, লোহাগাড়া প্রেস ক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম , দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদারসহ অনেকেই।

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।

 

এছাড়াও অনুষ্ঠানে ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন