মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৫৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদানের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।
সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা মোহাম্মদ হানিফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আকরাম হোসেন,উপজেলা বিআরডি কর্মকর্তা মুহাম্মদ নাছির উদ্দিন,
লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, কলাউজান ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন, উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ নুর হোসেন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার, পদুয়া ও চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, রুমি দাশ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা,চরম্বা ইউপির প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান,আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মুহাম্মদ কামরুল হুদা প্রমুখ।
এছাড়াও উপজেলা সকল দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ অনেকেই উপস্হিত ছিলেন।
সভায় অাশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের ঘর সকল জনপ্রতিনিধিদের কে তদারিকি করার জন্য নির্দেশনা প্রদান করেন ইউএনও মুহাম্মদ আহসান হাবীব জিতু।