বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় ব্যক্তি মালিকানা জায়গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত : ৮:০৭ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ মাস্টার পাড়া এলাকায় ব্যক্তি মালিকানা জায়গা হতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তের নাম আবুল কাসেম চৌধুরী।

২৯ জুন (বুধবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র লালসহ আনসার বাহিনীর সদস্যরা সাথে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ মাস্টারপাড়া এলাকায় ব্যক্তি মালিকানা জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবুল কাশেম চৌধুরীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন