রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:০৯ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়ায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ`র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
সভায় বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শের আলী, লোহাগাড়া উপজেলা ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক, পদুয়া বাজারের ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম সিকদার, বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক মিয়া মোঃ শাহজাহান।
আলোচনা সভায় উপজলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মোসলেহ উদ্দিনসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় সভায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তার অধিকার রক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এবং ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।