বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২২ উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা

প্রকাশিত : ২:২৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

“একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে একটাই জীবন“ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২২ পালিত হয়েছে।

৫ জুন সকালে বিশ্ব পরিবেশ দিবস-২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

সভায় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া।

সভায় বক্তারা বলেছেন,প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষার্থে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সকলকে গাছ লাগাতে পরিবেশ রক্ষার্থে উদ্বুদ্ধ করেন এবং সকলকেই একটি করে গাছ উপহার দেন। কারন গাছ মানব জাতীর অক্সিজেনের মূল বাহক। সেক্ষেত্রে গাছ লাগান পরিবেশ রক্ষা করুন এবং আপনি আপনার পরিবারকে সুস্থ জীবন দান করুন।

এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন