বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৪৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয় এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস-২২ পালন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কনসালটেন্ট ডাঃ সুমন চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ ইশতিয়াকুর রহমান,ডাঃ মুহাম্মদ আতিকুর রহমান, ডাঃ সাদ্দাম হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী,সহকারী লাইভ স্টোক অফিসার খোরশেদ আলম চৌধুরী, পরিসংখ্যানবিদ মুুহাম্মদ আবুল কালাম, ক্যাশিয়ার মুুহাম্মদ শহীদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের মুহাম্মদ আলী,দিদুল সিকদার,আশিষ মোহরার, আবদুর রহমান মন্ডল , লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ম্যানেজার মুুহাম্মদ সাহাব উদ্দিন,লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদারসহ স্বাস্থ্য,বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।
সভায় সভাপতিরর বক্তব্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেছেন,জলাতঙ্ক হল এমন এক মারাত্মক রোগ যার ফলে মতিস্ক ক্ষতিগ্রস্থ হয়। জলাতঙ্কের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কুকুর ও অন্যান্য পশুর কামড়ে জলাতঙ্ক সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশী। তাই অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে। মাঠকর্মী, সচেতন মহল ও জনপ্রতিনিধি নিয়ে সচেতনতামূলক সভা করার জন্য সংশিষ্ট কর্মকতাদের পরামর্শও দেন তিনি। তিনি আরো বলেন, তাদের মাধ্যমেই এ সচেতনতামূলক বার্তাগুলো সাধারণ জনগনদের মাঝে পৌঁছে দিতে হবে।তৃণমূল পর্যায়ের জনগনের কাছে জলাতঙ্ক রোগের সচেতনতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জলাতঙ্ক সচেতনতা বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়।