বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:২৪ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
সনাতনী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূূর্গাপুজা।শারদীয় দূর্গাপুজায় লোহাগাড়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
২ অক্টোবর সন্ধ্যায় তিনি পূজামন্ডপ গুলো পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি জানান, আমার নির্বাচনী আসন সাতকানিয়া-লোহাগাড়ায় শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি শৃংখলা রক্ষার্থে আইন শৃংখলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। পূজামন্ডপে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে তিনি প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
প্রতিটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকদের নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করার আহবান জানান তিনি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ,লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান,লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুুহাম্মদ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি,লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক, বিশিষ্ঠ দানশীল ব্যক্তিত্ব ডাঃ রিটন দাশ সহ অন্যানারা উপস্থিত ছিলেন।